Published : 20 Mar 2025, 07:54 PM
যশোরের অভয়নগরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন বলে ট্রাইব্যুনালের পিপি আব্দুল লতিফ লতা জানান।
যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস কারাবাসের দণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত শামীম হাসান ওরফে শামীমুল উপজেলার বাসুয়াড়ি গ্রামের বাসিন্দা।
রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।
পিপি আব্দুল লতিফ মামলার নথির বরাতে বলেন, ওই কিশোরীর পরিবারের সঙ্গে শামীমদের আত্মীয়তার সম্পর্ক।
২০২০ সালের ১৮ অগাস্ট সকালে মোবাইল ফোন থেকে গান নেওয়ার জন্য কিশোরীকে তাদের ঘরে ডাকেন শামীম।
কিশোরী ঘরে ঢোকার পর শামীম তাকে জোর করে ধর্ষণ করেন।
মেয়েটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে পরিবার অভয়নগর থানায় মামলা করে। একদিন পর পুলিশ শামীমকে গ্রেপ্তার করে।