Published : 30 Jun 2025, 07:56 PM
নরসিংদী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম জানান।
নিহতরা হলেন- মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) এবং তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাহেপ্রতাপ এলাকার একটি কলেজে গিয়ে ছেলের খোঁজ-খবর নিয়ে ওই দম্পতি বাড়ি ফিরছিলেন। দগরিয়া অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন দুজন।
পরে ছেলে ও স্বজনরা এসে মরদেহ দুটি শনাক্ত করেন।