Published : 07 Jan 2024, 08:09 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ সদর আসনে জয় পেয়েছেন।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ আসনের ১৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। এরপর ফল ঘোষণা শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান।
রাত সাড়ে ৮টার দিকে তিনি সব কেন্দ্রের ফল ঘোষণা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, জি এম কাদের লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৮৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট।
রংপুর-৩ আসনে অন্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু (একতারা), বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক (ডাব), জাতীয় সমাজতান্ত্রিক দলের সহিদুল ইসলাম (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম (আম)।
আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে ২৬টি আসনে ছাড় পেয়েছে জাতীয় পার্টি। এর মধ্যে রংপুর-৩ আসনটি ছিল।