Published : 18 May 2025, 04:40 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মুরগির খামার কর্মচারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার বল্লা রামপুর সড়কের পাশে বলদকুড়া এলাকা থেকে লাশটি উদ্ধার হয় বলে কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান।
৩৫ বছর বয়সি নিহত আখতারুল হক ওরফে আখতার হোসেন দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে আখতারের লাশ দেখতে পেয়ে খামার মালিককে জানান স্থানীয়রা। পরে মালিক পুলিশকে খবর দেন।
পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শনিবার রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা তাকে গলা কেটে হত্যার পর খামারের পেছনে ড্রেনের মধ্যে ফেলে রেখে যায়।
খামার মালিক মোরশেদ আলম বলেন, ১০ মাস আগে এক ব্যক্তির মাধ্যমে তার খামারে কাজ নেন আখতার। তিনি একাই ওই খামারে কাজ করতেন।
রোববার সকালে মোরশেদ আলম স্থানীয়দের মাধ্যমে খবর পান, তার খামারের পেছনে আখতারের গলা কাটা লাশ পড়ে আছে। পরে তিনি পুলিশকে জানান।
ওসি মো. জাকির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া হত্যায় জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।