Published : 10 Feb 2024, 09:50 AM
ফেনীর ফুলগাজী উপজেলায় ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে এক গৃহবধু ও তার দুই শিশু সন্তান নিহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফুলগাজী থানার ওসি আবুল হাসিম।
নিহতরা হলেন- ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩৫) ও তার দুই ছেলে শাহিদ (৫) ও সিয়াম (২)।
স্থানীয়দের বরাতে ওসি জানায়, বাড়ির গবাদি পশুর জন্য ঘরের সামনে থাকা খড়ের গাদা থেকে নেওয়া খড় কাটছিলেন সুমি আক্তার। এ সময় তার দুই ছেলেও তার পাশে ছিল। হঠাৎ খুঁটি ভেঙে খড়ের গাদাটি সুমি আক্তার ও তার দুই সন্তানের উপর পড়ে। এতে খড়ের গাদায় চাপা পড়ে জ্ঞান হারান তিনজন।
স্বজন ও প্রতিবেশিরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে পাশের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিথিলা কানুংগো জানান, খড়ের গাদায় দীর্ঘক্ষণ চাপা পড়ে থাকায় শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তিনজনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ওসি হাসিম আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]