Published : 01 Jun 2025, 02:20 PM
মৌলভীবাজারের কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন।
শনিবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলা সদর কৈলাশহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫৭ নস্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
কুলাউড়ার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ওই ব্যক্তির নাম প্রদীপ বৈদ্য। বাবা শৈলেন্দ্র বৈদ্য। বাড়ি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে।
তার লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে বলে ইউপি সদস্য আজিজুল হক দরুদ জানান।
তিনি বলেন, “বিএসএফ প্রদীপের বাঁ পায়ে গুলি করে। গুলিতে রক্ষক্ষরণ হয়ে তিনি মারা যান।”
এ ব্যাপারে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ঘটনাটি তারা লোক মুখে শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিং এর অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাদের কিছু জানানো হয়নি।