Published : 14 Mar 2025, 01:07 AM
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ বাণী নিয়ে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন মাজার চত্বরে দোল পূর্ণিমা ঘিরে একদিনের লালন স্মরণোৎসব করছেন সাধু-ভক্তরা।
রোজার কারণে এবার উৎসব সংক্ষিপ্ত করে একদিনে করার সিদ্ধান্ত নিয়েছে লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে লালন একাডেমি মিলনাতায়নে আলোচনা সভার মধ্য দিয়ে স্মরণোৎসব শুরু হয়। পরে সন্ধ্যায় বাল্যসেবা ও রাতে সাধুসঙ্গের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।
আলোচনা সভায় বক্তব্য দেন কবি ও লালন দর্শন চিন্তক ফরহাদ মজহার। আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান।
লালন ফকির তার জীবদ্দশায় প্রতিবছর ভক্ত ও অনুসারীদের নিয়ে দোল পূর্ণিমা তিথিতে ছেউড়িয়ার এ আখড়ায় উৎসব করতেন।
সেই ধারাবাহিকতায় প্রতিবছর দোল পূর্ণিমা ঘিরে লালন ভক্ত, অনুসারী ও বাউলরা উৎসব করে থাকেন।