Published : 24 Feb 2025, 05:52 PM
গাজীপুর নগরে বাবার মৃতদেহ আনতে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়েছেন স্বজনরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে নগরের চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাসন থানার ওসি কায়সার আহমেদ।
আটক মো. পারভেজ ফকির জামালপুর সদর উপজেলার মো. করিম ফকিরের ছেলে।
এ ছাড়া ছিনতাইয়ের শিকার পরিবার বাসন থানার তেলিপাড়া এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
ওসি কায়সার আহমেদ বলেন, “রোববার রাতের ছিনতাইয়ের ঘটনায় পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাবার লাশ আনতে যাওয়া ছেলে ও তার স্বজনদের কোনও তথ্য আমাদের কাছে নেই। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।”
এর আগে শুক্রবার রাতে বাবার মৃত্যুর খবর পেয়ে দিনাজপুর যাওয়ার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ছিনতাইকারীদের কবলে পড়ে একটি পরিবার। লাশ আনতে যাওয়ার কথা বলেও রক্ষা পাননি তারা।
এ ঘটনার পর ভুক্তভোগীরা তাৎক্ষণিক পুলিশের কাছে সহযোগিতা চান। পরে পুলিশ তাদেরকে একটি গাড়িতে তুলে দেয়। তবে তাদের কারও নাম-পরিচয় বলতে পারেনি পুলিশ।
এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে মৃতের স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।