Published : 31 Aug 2024, 07:41 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ছয় জনের ইন্টার্নশিপ স্থগিত ও ছয় চিকিৎসককে বদলির সুপারিশ করা হয়েছে।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে ১২ চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির মুখে হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ আলাদাভাবে সুপারিশের চিঠি মন্ত্রণালয়ে পাঠায়।
হাসপাতালটির পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ছয়জন ইন্টার্ন চিকিৎসকের দুই বছরের জন্য ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছে। এ ছাড়া হাসপাতালের স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের চার চিকিৎসক নেতাকে বদলির জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
কলেজের দুই শিক্ষককে বদলির জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো কথা শনিবার বিকালে জানিয়েছেন অধ্যক্ষ ফয়জুল বাশার।
ইন্টার্নশিপ বাতিল করা ইন্টার্ন চিকিৎসকরা হলেন- মহসীন বিভা, আরিফুজ্জামান ইমন, সাদমান বাকির সাবাব, প্রীতম দেবনাথ, অর্ঘ্য বিশ্বাস ও আসিফুল ইসলাম।
বদলির সুপারিশ করা চিকিৎসকরা হলেন- সিনিয়র কনসালটেন্ট ও স্বাচিপের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক সুদীপ কুমার হালদার, আবাসিক সার্জন ও স্বাচিপ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাসরেফুল ইসলাম সৈকত, মেডিকেল অফিসার শিরিন সাবিহা তন্নী ও ইন্টারন্যাল মেডিকেল অফিসার (মেডিসিন ইউনিট -৪) এএসএম সায়েম।
মেডিকেল কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার বলেন, “স্বাচিপের জেলার সভাপতি জিএম নাজিমুল হক ও সহকারী অধ্যাপক সৌরভ সুতারের বদলির দাবিতে শিক্ষার্থীরা একটি আবেদন করেছে। ওই আবেদনের কপি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
এ ছাড়া হাসপাতাল ও মেডিকেল কলেজে বর্তমানে না থাকায় সাবেক পরিচালক বাকির হোসেন ও সাবেক অধ্যক্ষ এসএম সরোয়ারের বিষয়ে কোনো সিদ্বান্ত নেওয়া হয়নি।
মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী তাসকিন আহমেদের দাবি, “আন্দোলনের সময় শিক্ষার্থীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ গালি দেওয়া এবং নানাভাবে নির্যাতন করেন কলেজের শিক্ষক ও হাসপাতালের চিকিৎসকরা। তাদের মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করা হয়েছে।”
সমাবেশে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা বক্তব্য দেন।
পরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আলাদাভাবে হাসপাতালের পরিচালক ও মেডিকেল কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।