Published : 23 Jun 2025, 02:32 PM
শরীয়তপুরে কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতু নৌযানের ধাক্কায় দ্বিতীয়বারের মতো ভেঙে পড়েছে। ভেঙে পড়া অংশটি নিয়ে বাল্কহেডটিও নদীতে ডুবে যায়।
সোমবার সকালে নড়িয়া উপজেলা সদরের বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে উপজেলার এলজিডির প্রকৌশলী মেহেদি হাসান জানিয়েছেন।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে কীর্তিনাশা নদীর ওপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের সুবিধার জন্য ২০২৩ সালের ডিসেম্বর পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে নদী পারাপারের জন্য ট্রলারের ব্যবস্থা করা হয়।
পরে জনসাধারণের হাঁটা-চলার জন্য নদীর ওপর একটি ফুট বেইলি সেতু নির্মাণ করা হয়। গত বছরের ২ অক্টোবর একটি বালুভর্তি নৌযান (বাল্কহেড হিসেবে পরিচিত) ফুট বেইলি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে।
আবার নতুন করে একই ফুটওভার সেতুটিতে সোমবার সকালে একটি বালুবোঝাই নৌযান ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে যায়। পড়ে সেতুটির ভাঙা অংশসহ নৌযানটি কিছুদূর এগিয়ে পাড়ে ভিড়ানোর সময় ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়।
নড়িয়া সদরের সাগর হোসেন নামের একজন বাসিন্দা বলেন, “এই সেতুর জন্য দুই পাড়ের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিল। মানুষ ট্রলারে করে নদী পার হয়।
“ফলে হাঁটা-চলার জন্য একটি ফুটওভার সেতু নির্মাণ করা হয়েছিল। সেটিও সকালে একটি বালুভর্তি নৌযানের ধাক্কায় ভেঙে যায়। আমরা চাই দুর্ঘটনা এড়াতে অতি দ্রুত নতুন সেতুর কাজ শেষ করা হোক।”
নড়িয়া উপজেলার এলজিডির প্রকৌশলী মেহেদি হাসান বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। দ্রুত ফুট বেইলি সেতুটি মেরামতের ব্যবস্থা করা হবে। এ ছাড়া জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সেতুটি ভেঙে পড়ার প্রসঙ্গে জানতে চাইলে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বলেন, “খোঁজখবর নিয়ে দেখব। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”