Published : 30 May 2025, 09:53 PM
ভোলার মনপুরা উপজেলায় নির্মাণাধীন বেড়িবাঁধের নিচে চাপা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা সদর ইউনিয়নের মৎস্য ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে মনপুরা থানার ওসি মো. আহসান কবির জানান।
নিহত আট বছরের মো. ওমর কুলাগাজীর তালুক গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেনের ছেলে। সে কুলাগাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পরিবার জানায়, ওমরের বাবা-মা তাকে বাড়িতে রেখে কয়েকদিন আগে পাশের তজুমদ্দিন উপজেলায় আত্মীয়ের কাছে বেড়াতে যান। ঝড়-বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। পরিবার খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
বিকালে বেড়িবাঁধের উপর দর্শনার্থীরা ঘুরতে যায়। তখন বালির নিচে চাপা অবস্থায় শিশুটির পা দেখতে পায় লোকজন। পরে স্থানীয়রা এসে বালি খুঁড়ে শিশুটির মৃতদেহ বের করে।
স্থানীয়দের ধারণা, ভারী বৃষ্টির কারণে নির্মাণাধীন বেড়িবাঁধের বালি সরে গিয়ে খাদ সৃষ্টি হয়। সেই খাদে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।
স্কুলছাত্র ওমরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওমরের বাড়িতে ছুটে গেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সদস্যরা।
মনপুরা থানার ওসি আহসান কবির বলেন, স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হবে।