Published : 10 May 2025, 10:11 AM
ফরিদপুরের ভাঙ্গা বামনকান্দা জংশন এলাকায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুই কোচ লাইনচ্যুত হওয়ায় ১২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে দক্ষিণাঞ্চলের রেল চলাচল।
পয়েন্টম্যানের ভুল সিগন্যাল দেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাচিনা খাতুন।
অন্যদিকে লাইনচ্যুত কোচগুলো উদ্ধারে ঈশ্বরদী ও খুলনা থেকে আসা দুইটি রিলিফ ট্রেন-ক্রেনসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা কাজ চালিয়ে যাচ্ছেন। শনিবার দুপুর নাগাদ লাইনটি সচল করা সম্ভব হবে বলে আশা রেল কর্মকর্তাদের।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে খুলনাগামী ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছিলেন ভাঙ্গা রেলওয়ে জংশনে দ্বায়িত্বরত এসআই খাইরুজ্জামান শিকদার।
দুর্ঘটনার সময় কয়েকশ যাত্রী দুর্ভোগে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয় শনিবার সকালে ভাঙ্গা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বাড়ৈ বলেন, ঢাকা থেকে খুলনা গামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেল জংশন থেকে বের হওয়ার কিছুদূর পরে গিয়ে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
“সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুইটি এক লাইন থেকে অন্য লাইনের উপর চলে যায়। ফলে রাত ৯টা ১০মিনিট থেকে এখন পর্যন্ত পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”
তিনি আরও বলেন, রাজবাড়ী ও খুলনা থেকে উদ্ধারকারী দুটি ক্রেনসহ কর্মকর্তা ও কর্মচারীরা ট্রেন কাজ করছেন।
এ বিষয়ে পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাচিনা খাতুন বলেন, পয়েন্ট ম্যান নজরুল ইসলামের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি না নিয়েই সিগনাল বা পয়েন্ট চেঞ্জ করেছে।তার ভুল করার বিষয় প্রাথমিক সত্যতা পেয়েছি। তাকে (নজরুল ইসলাম) বরখাস্ত করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান এ রেল কর্মকর্তা।
ভাঙ্গা বামনকান্দা রেল জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়াতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাতেই সব যাত্রী বিভিন্ন পরিবহনে চলে গিয়েছেন।