Published : 03 Jun 2025, 10:13 PM
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মানুষের পাঁচটি মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলা বাজারের ময়লার স্তূপে পড়ে থাকা একটি ব্যাগ থেকে এসব উদ্ধার করা হয় বলে জানান দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান।
তিনি সাংবাদিকদের বলেন, সকাল ১০টায় ঘটনাস্থলে একটি ব্যাগ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ওই ব্যাগ থেকে মানুষের মাথার খুলিসহ কঙ্কাল উদ্ধার করা হয়।
কঙ্কালগুলো চোর চক্র চুরি করে কোথাও নিতে না পেরে সেখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি নাজমুল হাসান।