Published : 06 Jun 2025, 08:59 PM
ভোলার মেঘনা নদীতে একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাঝিসহ ৬২ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
শুক্রবার দুপুরে মেঘনা নদীর মাঝের চর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
এর আগে সকালে নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে ৬০ যাত্রী নিয়ে ভোলার ইংলিশা ঘাটের উদ্দেশে যাত্রা করে ট্রলারটি।
কোস্ট গার্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১০টার দিকে ইলিশা লঞ্চঘাট থেকে ছাড়া ট্রলারটি মাঝ নদীতে বিকল হয়ে পড়ে। বিষয়টি ট্রলারে থাকা একজন যাত্রী কোস্ট গার্ডকে অবগত করেন।
খবর পেয়ে কোস্ট গার্ড ইলিশা স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৬০ যাত্রী ও দুইজন মাঝিকে উদ্ধার করে স্পিডবোটে করে নিরাপদে ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দেয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ট্রলারসহ দুই মাঝিকে ইলিশা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি বলেন, কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথে যাত্রী সাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড কাজ করছে।