Published : 22 Apr 2025, 06:48 PM
ফরিদপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন।
সাজাপ্রাপ্ত আমিরুল মৃধা (৩২) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতি গ্রামের মৃত আনোয়ার মৃধার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহারের বরাতে পিপি রতন বলেন, ২০২২ সালের ১৯ জুন ফরিদপুর পৌরসভার কমলাপুর পিয়ন কলোনিতে ধর্ষণের শিকার হয় শিশুটি।
সেদিন শিশুটি স্কুল থেকে বাসায় ফেরার পর তার মামার দোকানে পটেটো চিপস কেনার জন্য যায়। ওই সময় আমিরুল মৃধা সেই দোকানে উপস্থিত ছিলেন। তিনি শিশুটিকে কলোনির একটি হোস্টেলের পিছনের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যান।
পরে শিশুটির মা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে এবং বাদী হয়ে থানায় মামলা করেন।
সেই মামলায় শুনানি শেষে মঙ্গলবার বিচারক আমিরুল মৃধাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে আদালত। জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
পিপি গোলাম রব্বানী ভূঁইয়া রতন আরও বলেন, “আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। ধর্ষকদের বিচারের জন্য এই মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।”