Published : 01 Sep 2024, 09:29 PM
‘হাইব্রিড’ লোকদের দলে ভেড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেছেন, “যারা হাইব্রিড, ১৫ বছর যারা আওয়ামী লীগ করেছেন, তাদের যদি কোনো নেতা নিয়ে এসে বিএনপি করানোর চেষ্টা করেন তাহলে আগে সেইসব নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
রোববার সকাল সাড়ে ১০টার দিকে নাটোরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব হুঁশিয়ারি দেন।
দুলু বলেন, “বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করে তাদের বহিষ্কার করা হবে। যেকেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে সকালে আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা।
এ সময় ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
বন্যার্ত মানুষদের সহযোগিতায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি এবার কেন্দ্রীয়ভাবেই সীমিত করা হয়েছে।
সে অনুযায়ী বন্যায় নিহত, ছাত্র আন্দোলনে শহীদ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।