Published : 10 Feb 2025, 12:10 AM
লক্ষ্মীপুরে অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে এক আওয়ামী লীগ নেতাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।পাশাপাশি ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে।
রোবার দুপুরে জেলা-উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সদর উপজেলার পশ্চিম দিঘলী এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকসের মালিক শেখ মুজিবকে দুই লাখ টাকা জরিমানা করে। এ ছাড়া ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
ভাটা মালিক শেখ মুজিব চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর শেখ মুজিব গ্রেপ্তার হলেও সম্প্রতি তিনি জামিনে বের হয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলার সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, “ভাটা পরিচালনায় তাদের পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছিল না। জরিমানার টাকা আদায় করা হয়। এটি বন্ধে মালিকের মুচলেকা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার মো. শিব্বির আহামেদ নেতৃত্বে এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের হারুন আর রশিদ পাঠান, বায়োকেমিস্ট মোজাম্মেল হকসহ সেনা বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা ছিলেন।