Published : 14 May 2025, 09:11 PM
বগুড়ায় উদীচীর আয়োজনে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচিতে একদল লোক হামলা চালিয়েছে; এতে সাতজন আহত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় শহীদ খোকন পার্কের শহীদ বেদীতে এ হামলার ঘটনা ঘটে বলে জানান বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন।
এ ঘটনার পর একদল লোক শহরের টেম্পল রোডে উদীচীর কার্যালয়ে ব্যানার ছিড়ে সেখানে হামলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
আহতরা হলেন- সিপিবি জেলা কমিটির সদস্য মাজেদুর রহমান, সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসেন, উদীচী কর্মী শামীম রহমান ও শাওন পাল। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
উদীচী বগুড়া জেলা সংসদের সাধারণ সম্পাদক সাহেদুর রহমান বিপ্লব বলেন, তিন দিন আগে শহরের সাত মাথার মুক্ত মঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার ঘোষণা দেয় উদীচী। তবে বিকালে সেখানে ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চের’ অনুষ্ঠানের ব্যানার ঝুলিয়ে দিলে উদীচী তার কর্মসূচি শহীদ খোকন পার্কে স্থানান্তর করে।
“সেখানে জাতীয় সঙ্গীত শুরুর সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে একদল লোক হামলা চালায়। এতে উদীচী সাতজন নেতাকর্মী আহত হয়েছে। আসলে শিল্প-সংস্কৃতি নির্মূল করার উদ্দেশে একটি গোষ্ঠী এসব করেছে।”
তবে পুলিশের উপস্থিতিতে এ হামলা হয়েছে বলে দাবি উদীচী এই নেতার।
সদর থানার ওসি মঈনুদ্দিন বলেন, “উদীচী ও এনসিপির নেতাকর্মীদের সঙ্গে সাতমাথা মোড়ে একটি অনুষ্ঠানে একটু ঝামেলা হয়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড় কিছু হয়নি।”
তবে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে এনসিপির বগুড়া জেলা সংগঠক আহম্মেদ সাব্বির বলেন, “হামলার ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই। সেখানে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের সঙ্গে তাদের ঝামেলা হয়েছে।”