Published : 30 Jul 2024, 09:13 PM
যশোরের অভয়নগর উপজেলায় নিখোঁজের তিন দিন পর ভৈরব নদ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যার শরীরে চারটি বালুর বস্তা বাঁধা ছিল বলে জানায় পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার বিভাগদী বালির মাঠ এলাকায় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম।
নিহত হাবিবুর রহমান হাবিব (২৫) উপজেলার মধ্যপুর গ্রামের রেজাউল মোল্লার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান মোড়ল জানান, ২৭ জুলাই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন হাবিব। এ ঘটনায় তার স্ত্রী তামিমা আক্তার উপজেলার ভাটপাড়া পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন। তিন দিন পর তার মৃতদেহ ভৈরব নদে ভেসে ওঠে।
কে বা কারা হাবিবকে হত্যার পর তার পেট কেটে হাত ও পায়ে বালুর বস্তা বেঁধে ভৈরব নদে ফেলে দেয় বলে ধারণা ইউপি সদস্যের।
তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আকিকুল ইসলাম।