Published : 07 May 2025, 01:41 PM
নোয়াখালীর চাটখিল উপজেলায় রান্নাঘরের এগজস্ট ফ্যানের খোপ দিয়ে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশের ধারণা, চুরি করার উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢোকার পর দেখে ফেলায় ওই নারীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
বুধবার ভোররাতের দিকে উপজেলার খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন।
নিহত তাহেরা বেগম (৫৫) ওই গ্রামের প্রয়াত আব্দুল মতিনের স্ত্রী।
তাহেরা বেগমের বড় ছেলে ও খিলপাড়া বাজারের ব্যবসায়ী তারেক বিন ইসলাম বলেন, তার মা প্রতিদিন ভোর রাতের দিকে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেন।
মঙ্গলবার রাতে ঘরের অন্য কক্ষে স্ত্রী ও ছেলেসহ ঘুমাচ্ছিলেন তারেক। পরে রাত ৩টার দিকে মায়ের আর্তচিৎকার শুনে ঘুম থেকে উঠে কক্ষের সামনে তাকে রক্তাক্ত অবস্থায় দেখেন। তাৎক্ষণিক আশপাশের লোকজনকে ডেকে তাদের সহযোগিতায় মাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
পরে সেখান থেকে ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি ফিরোজ উদ্দিন বলেন, রান্নাঘরের এগজস্ট ফ্যানের খোপ থেকে ফ্যানটি খোলা এবং পাশে একটি মই পাওয়া যায়।
“ধারণা করা হচ্ছে সেই খোপ দিয়ে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এক বা একাধিক দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। কিন্তু তাহেরা বেগম দেখে ফেলায় তাকে কুপিয়ে তারা রান্নাঘরের দরজা খুলে পালিয়ে যায়।”
ওসি আরও বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া পিবিআই এবং সিআইডির পৃথক টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত তাহেরা বেগমের গলায়, পেটে ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।