Published : 15 Oct 2022, 12:23 AM
যশোরের শার্শা সীমান্ত দিয়ে পাচারের সময় ৪৩টি স্বর্ণের বার ফেলে ভারতে পালিয়ে গেছেন তিনজন পাচারকারী বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার রাত ৯টার সময় শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তের ইছামতি নদীর তীর থেকে সোনার বারের চালানটি আটক করা হয়, যেগুলোর আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা বলে জানিয়েছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান।
ভারতে সোনার একটি বড় চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়, যোগ করেন তিনি।
তিনি বলেন, অগ্রভুলোট সীমান্তের দিকে যাওয়ার সময় তিনজনের গতিবিধি পাচারকারী হিসেবে সন্দেহ হলে বিজিবির একটি দল তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা একটি ব্যাগ ফেলে ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
“বিজিবির ধাওয়া খেয়ে একজন কোমরে লুঙ্গির সাথে পেঁচিয়ে রাখা একটি ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দেয়।“
ওই ব্যাগ তল্লাশি করে ৪৩টি স্বর্ণের বার পাওয়া যায়, যেগুলোর ওজন পাঁচ কেজি ১৪ গ্রাম।
পাচারকারীদেরকে আটকে অভিযান চলছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।