Published : 23 Apr 2024, 12:01 AM
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তিস্তা সেচ প্রকল্পের নালার মাটি খুঁড়তেই বেরিয়ে এল থ্রি নট থ্রি রাইফেল, মাইন ও গ্রেনেড। এসব অস্ত্র মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা পুলিশের।
সোমবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের বাজেডুমুরিয়া গ্রামের ক্যানেল বাজার এলাকায় ডালিয়া প্রধান সেচ নালার মাটি খননের সময় এসব পাওয়া যায় বলে জানান কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মণ্ডল।
তিনি জানান, এস্কেভেটর দিয়ে নালার মাটি খননের সময় একটি গ্রেনেড, একটি থ্রি নট থ্রি রাইফেল, দুটি মাইন, একটি ভাঙা মর্টার সেল এবং একটি রাইফেলের ম্যাগাজিন পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে রাখে।
উদ্ধার করা অস্ত্রগুলো জরাজীর্ণ হলেও পুলিশ পাহারায় রাখা হয়েছে; এ ছাড়া বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে বলে জানান ওসি পলাশ চন্দ্র মণ্ডল।
খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন নীলফামারী পুলিশ সুপার মো. গোলাম সবুর।