Published : 14 Jun 2025, 02:52 PM
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ।
নিহত সোহান শেখ ওই গ্রামের হামিম শেখের ছেলে।
স্বজনরা জানান, বেলা ১১টার দিকে পরিবারের লোকজন সোহানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবা থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে বলে জানান এসআই মামুনুর রশীদ।