Published : 05 Jun 2025, 09:15 PM
কোরবানির পশুর চামড়া পাচার এবং ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফের ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে টহল জোরদার ও নজরদারি বাড়িয়েছে বিজিবি।
বৃহস্পতিবার বিকালে বিজিবি ৪২ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
তিনি বলেন, “ঈদ উপলক্ষে দিনাজপুর সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচার এবং ‘পুশইন’ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপশি সীমান্ত সুরক্ষায় টহল আরও জোরদার করা হয়েছে।
“কোরবানির ঈদে দেশের খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ভারত থেকে চোরাই পথে দেশে গরু পাচার রোধে প্রথম থেকেই বিজিবি সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। চামড়া পাচার রোধেও একই অবস্থানে রয়েছে বিজিবি।”
সম্প্রতি এই ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত দিয়ে ৫৭ জনকে বিএসএফ ‘পুশইন’ করেছে তথ্য জানিয়ে আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় বার বার বিএসএফকে প্রতিবাদ জানানো হচ্ছে।
তিনি মাদকপাচার, অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সীমান্ত এলাকার সাধারণ মানুষের সার্বিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।
বিজিবি অধিনায়ক বলেন, “সীমান্ত এলাকার মানুষ আমাদের সহযোগিতা করে আসছে এবং আমাদের দেওয়া পরামর্শ মেনে সীমান্তে তাদের কৃষিকাজ করছেন।”