Published : 06 Mar 2025, 04:30 PM
ঝিনাইদহের কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাড়া রেলগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঝিনাইদহ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া।
চল্লিশোর্ধ ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া বলেন, দুপুরে চাঁদপাড়া রেলগেট থেকে ২০০ গজ দূরে মাঠের মধ্যে রেললাইনের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
পরে খবর পেয়ে রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।