Published : 28 Sep 2024, 02:46 PM
কক্সবাজারের টেকনাফে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। যাকে ‘সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্য’ বলছে কোস্ট গার্ড।
শনিবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানান কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ।
আটক মো. শহিদ (৩৭) ওই এলাকার সৈয়দ আহমদের ছেলে।
স্টেশন কমান্ডার মাজিদ বলেন, “সাবরাং উপকূল দিয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী চক্রের সক্রিয় থাকার তথ্য কোস্ট গার্ডের কাছে ছিল। চক্রটি পাচার করে আনা অস্ত্র বিভিন্ন ডাকাতদলের কাছে সরবরাহ করত।
“এর মধ্যে শনিবার ভোরে পাচার হয়ে আসা অস্ত্রের একটি চালান জনৈক ব্যক্তির বাড়িতে মজুদের খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালায়।
“কোস্ট গার্ড সদস্যরা বাড়িটি ঘিরে ফেললে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।
তিনি আরও বলেন, “পরে ঘরে তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় বিদেশি একটি জি-থ্রি রাইফেল, আটটি গুলি, একটি ম্যাগজিন ও একটি দা পাওয়া যায়।
“আটক ব্যক্তি একজন চিহ্নিত অপরাধী। তিনি সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ সীমান্ত দিয়ে চোরাচালানের নানা অভিযোগ রয়েছে।“
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।