Published : 02 Apr 2025, 12:37 PM
কুষ্টিয়া শহরে উল্টো পথে ছুটে আসা প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছে। যারা সম্পর্কে মামা-ভাগ্নে। আহত হয়েছেন আরেক আরোহী।
মঙ্গলবার রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি মো. মোশারফ হোসেন জানান।
নিহতরা হলেন, রাহাত ইসলাম পলাশ (৩০) ও মো. ফাহিম অনিক (২৩)।
পলাশ কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে সাভারে কর্মরত ছিলেন।
অনিক শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং করতেন।
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী তানভীর গণি (২৩)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি মোশারফ হোসেন বলেন, “বুধবার রাত দেড়টার দিকে মোটরসাইকেল আরোহী তিনজন মজমপুর এলাকায় চা খেতে যান। সেখান থেকে তারা মোল্লাতেঘরিয়ায় এক আত্মীয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে রওয়ানা হন।
“পথে জিলা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।”
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান অনিক।
ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, প্রাইভেট কারটি মজমপুর গেইট পার হয়ে কুষ্টিয়া-ঝিনাইদাহ ডাবল লেন সড়কের ডানদিকে ঢুকে রং সাইড দিয়ে বেপরোয়া গতিতে আসায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর প্রাইভেট কারটি দ্রুতগতিতে পালিয়ে যায়।”
তবে রাস্তার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে কারটি চিহ্নিত ও আটক করার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।