Published : 16 May 2025, 08:43 PM
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করে প্রতিপক্ষের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
শুক্রবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান।
নিহত ৬০ বছর বয়সি সাইদুর রহমান ওই গ্রামের প্রয়াত সেকেন্দার আলীর ছেলে।
ওসি জিয়াউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে সাইদুর রহমানের সঙ্গে প্রতিবেশী বেলাল হোসেনের বিরোধ চলে আসছিল। শুক্রবার স্থানীয় মসজিদে জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাইদুর রহমানকে পিটিয়ে আহত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তাৎক্ষণিক বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ মিছিল করে বেলাল হোসেনের ছেলে আনিসুল হকের বসতবাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে জানান তিনি।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান ও মামলার প্রস্তুতি চলছে।