Published : 02 Apr 2025, 07:23 PM
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ এক কিশোরীর মৃত্যু খবর এসেছে।
বুধবার দুপুর দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
নিহত তাছিল (১৪) সিলেট নগরীর জল্লারপাড় এলাকার প্রলয়ের মেয়ে।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রভাকর রায় বলেন, “আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরিবারের লোকজন জানিয়েছেন, তার আগে থেকে হৃদরোগ ছিল।”
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই পর্যটনকেন্দ্রে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হাঁটু পানিতে গা ভেজাতে নামে সে। তখন হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজনই কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, “কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”