Published : 31 May 2025, 02:45 PM
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর প্রবল স্রোতে ভেসে নিখোঁজ একজনের লাশ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার সকাল ৮টায় মাইনী নদীর বাবুছড়ার নোয়াপাড়া সংলগ্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল মৃতদেহটি উদ্ধার করে বলে জানিয়েছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা।
নিহত তড়িৎ চাকমা (৫৫) উপজেলার কেতুচন্দ্র কার্বারি পাড়ার মৃত নন্দ লাল চাকমার ছেলে।
শুক্রবার সকালে মাইনী নদীর বাবুছড়া অংশে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিলেন তড়িৎ চাকমা। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় তার টানে তলিয়ে যান তিনি। ঘটনার পর থেকে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও খোঁজ পায়নি।
পরে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল এসে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা বলেন, “সকালে তড়িৎ চাকমার মরদেহ মাইনী নদী থেকে উদ্ধার করা হয়। তাদের বাড়িতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে।"
আরও পড়ুন