Published : 28 Dec 2024, 05:08 PM
ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করেছে বিজিবি।
শনিবার দুপুরে ফেনীর ছাগলনাইয়া ও চট্টগ্রামের মীরসরাই উপজেলা অন্তর্গত অলিনগর বোট ক্যাম্প এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
তিনি বলেন, অভিযানের বিষয়ে টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করে বিজিবি।
তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ, অনুপ্রবেশ রোধসহ সীমান্তবর্তী নদী থেকে বালু উত্তোলনের ফলে সংশ্লিষ্ট এলাকাসমূহ ক্ষয়ক্ষতি রোধ করতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
এর আগে ৯ ডিসেম্বর বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত ট্রাস্কফোর্স ফেনী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার ৩৭টি মেশিন জব্দ করেছিল।