Published : 28 Mar 2025, 10:33 PM
একাধিক প্রতারণার অভিযোগে শরীয়তপুরের নড়িয়া থেকে যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যিনি সবশেষ নিজেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক দাবি করছিলেন।
বুধবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার পন্ডিসার এলাকার মাজার থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
গ্রেপ্তার আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিন নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
তাকে থানায় হস্তান্তর করার পর শুক্রবার আদালতের মাধ্যমে শরীয়তপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন মোল্ল্যা।
তিনি বলেন, “মিনহাজ কখনো নিজেকে পরিচয় দিতেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক হিসেবে; আবার কোথাও বলতেন, তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক।
সবশেষ তিনি নিজেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক দাবি করছিলেন।
“নিজেকে বিত্তবান পরিচয় দিয়ে সুইস ব্যাংকে ৫৫ মিলিয়ন ডলার গচ্ছিত আছে বলেও বিভিন্ন জনের কাছে দাবি করেন তিনি।”
“বিসিএস ক্যাডার ‘কথিত’ স্ত্রীর প্রভাব দেখিয়ে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে মিথ্যা মামলার আসামি করে আবার তাদের সহযোগিতার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।”
ওসি আসলাম উদ্দিন বলেন, “মিনহাজ ও তার স্ত্রীর এসব অপকর্মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী। সম্প্রতি নতুন পন্থা অবলম্বন করে অর্থ কামানোর ধান্দায় নেমেছিলেন ওই যুবক।”
আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বঞ্চিত বিএনপি-জামায়াতপন্থি কর্মকর্তাদের পদোন্নতির আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলেও জানান ওসি মো. আসলাম উদ্দিন মোল্ল্যা।
প্রতারণার একাধিক অভিযোগে ঢাকাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা আছে বলে জানায় পুলিশ।