Published : 26 May 2025, 10:49 AM
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সংসারের অভাবের কারণে মানসিক কষ্ট থেকে এক ব্যক্তি তার স্ত্রীসহ আত্মহত্যা করেছেন বলে স্বজন ও পুলিশ জানিয়েছে।
রোববার রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ বিল্লাল হোসেন জানান।
মৃতরা হলেন- ওই এলাকার নান্নু মিয়ার ছেলে আলামিন (২৫) ও একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে জরিনা বেগম (২০)।
পেশায় অটোরিকশা চালক আলামিন এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
জরিনার ভাই আনোয়ার হোসেন বলেন, “অভাব-অনটন ও সংসারের টানাপোড়নে তার বোন ও বোন জামাইয়ের মানসিক চাপ তৈরি হয়। এরইমধ্যে কিস্তিতে কেনা একটি ইজিবাইক কয়েকদিন আগে আলামিন বিক্রি করে দেন। এরপর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
“এই দুঃখ, রাগ ও অপ্রাপ্তির হতাশা থেকেই তারা একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নেন।”
আনোয়ারের ভাষ্য, রোববার রাতে তার বোন এবং বোন জামাই চালের পোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাত ১০টার দিকে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে জরিনা সেখানেই মারা যান। এর কিছু সময় পর রাত ১টার আলামিনেরও মৃত্যু হয়।”
ওসি মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং স্বামী-স্ত্রীর মরদেহ মর্গে রাখা হয়েছে।”