Published : 20 May 2025, 03:54 PM
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসেওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহতের ঘটনার ১২ দিন পর বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।
গ্রেপ্তার মো. ফয়সাল (৪৫) ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার ফারুকের ছেলে। তিনি গোল্ডেন লাইন পরিবহনের বাস চালক।
গত ৮ মে দুপুর ১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়।
দুর্ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মারদারীপুর সদর উপজেলা থেকে অন্তঃসত্ত্বা এক রোগীকে তার স্বজনরা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পথে সিরাজদিখানের নিমতলায় অ্যাম্বুলেন্সটির চাকা ফেটে যায়।
এ সময় এক্সপ্রেসওয়ের পাশে অ্যাম্বুলেন্সটি দাঁড় করিয়ে চাকা মেরামত করছিলেন চালক। মেরামত প্রায় শেষের দিকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে এসে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী মারা যান।
বাকি আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও চারজন মারা যান বলে জানায় পুলিশ।
ওসি আব্দুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের চালক, সুপারভাইজার ও চালকের সহকারীকে আসামি করে মামলা করে পুলিশ। ঘটনার পরপর সুপারভাইজার ও হেলপারকে আটক করা হলেও চালক পলাতক ছিলেন।
গোপন খবর পেয়ে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাস চালক ফয়সালকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫