Published : 24 Apr 2025, 10:45 AM
নোয়াখালীর চাটখিল উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানের পর স্ত্রীর মৃত্যু হয়েছে; স্বামীকে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে।
বুধবার সন্ধ্যায় উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকায় আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে।
চাটখিল থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ফাতেমা আক্তার নামের ২৭ বছর বয়সী ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফাতেমার স্বামী আব্দুর রহীমকে (৩৩) ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসাকর্মীরা জানিয়েছেন।
স্বজনরা জানান, পাঁচ বছর আগে ভাওর বানসা গ্রামের সামছুল আলমের মেয়ে ফাতেমা আক্তারের সঙ্গে রহীমের বিয়ে হয়। তাদের এক ছেলে এক মেয়ে রয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফাতেমা তাদের চার বছরের মেয়েকে পিটিয়ে আহত করেন। এ সময় রহীম তার সামনে মেয়েকে মারতে নিষেধ করেন।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমা ঘরে ঢুকে বিষপান করেন। এরপর ঘর থেকে বেরিয়ে দুজনেই মরে যাবেন বলে স্বামীর মুখেও ‘বিষ ঢেলে দেন’।
বাড়ির লোকজন তাৎক্ষণিক দুজনকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথেই মারা যান ফাতেমা। সোনাইমুড়ী উপজেলা স্বস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রহীমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জেনারেল হাসপাতালের দায়িত্বরত নার্স মো. শাহিন আলম বাপ্পি বলেন, “আব্দুর রহীমকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কামুক্ত বলা যায়।”
চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন ।
“পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”