Published : 13 Feb 2025, 12:27 AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা দিয়েছে ফরিদপুর জেলা পরিষদ।
বুধবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গুরুতর আহত ১০ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা মো. বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ক সোহেল রানা, মেহেদী হোসেন, আনিসুর রহমান।
ফরিদপুর জেলায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাতজন নিহত এবং ১৪৭ জন আহত হয়।