Published : 15 Jun 2025, 10:46 AM
গোপালগঞ্জে চার যানবাহনের সংঘর্ষে ট্রাফিক পুলিশের এক সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রোববার ভোর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার মেরী গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় প্রায় দুই ঘণ্টা ওই মহাসড়কের ওই স্থানে যান চলাচল বন্ধ ছিল বলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাকসুদুর রহমান মোরাদ জানিয়েছেন।
নিহতরা হলেন-ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই-অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর রফিকুজ্জামান (৫৮)। তার ফরিদপুর জেলার সালতায়। আর আরমান পরিবহনের চালকের সহকারী খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকার আব্দুল হামিদ ব্যাপারীর ছেলে সেলিম হোসেন ব্যাপারী (৪৩)।
পরিদর্শক মো. মাকসুদুর রহমান মোরাদ বলেন, “পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরমান পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এ সময় এসপি গ্রিন লাইনের অপর একটি যাত্রীবাহী বাসেরও ধাক্কা লাগে। তখন আরমান পরিবহনের চালককের সহকারী ঘটনাস্থলেই নিহত হন।
“দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনা গামী নিউ বলেশ্বর পরিবহনের আরেকটি বাস দুর্ঘটনা কবলিত দুটি বাস ও ট্রাককে ধাক্কা দেয়।”
এ সময় উদ্ধার কাজে নিয়োজিত ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে রফিকুলে মৃত্যু হয় বলে জানান পরিদর্শক মাকসুদুর রহমান।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উত্তম রায় বলেন, “প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বলেশ্বর পরিবহনের চালক ইব্রাহিম ও সহকারী রোহানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”