Published : 16 May 2025, 11:38 PM
ফেইসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে (স.) নিয়ে কটূক্তির অভিযোগে পিরোজপুরের নেছারাবাদে এক তরুণকে আটক করেছে পুলিশ।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. বনি আমীন বলেন, আটক তরুণ জগৎপট্টি এলাকার বাসিন্দা। তিনি বরিশালের একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়েন।
শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, ওই তরুণ ফেইসবুকে কয়েক দিন আগে মহানবীকে (স.) নিয়ে কটূক্তি করেন। বিষয়টি স্থানীয় মুসল্লিদের নজরে আসে।
এ নিয়ে শুক্রবার দুপুরে মুসল্লিরা বিক্ষোভ করেন। তারা ওই তরুণের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পরে পুলিশ গিয়ে তাকে বাসা থেকে আটক করে ।
ওসি বনি আমীন বলেন, “ওই ছেলেকে আটক করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”