Published : 06 Jul 2023, 09:31 PM
দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম রাজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রহুল আমিন জানান, বহিষ্কৃত নেতারা হলেন দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কাইয়ূম ভূঁঞা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেবিদ্বার পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের লিখিত অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম ও পৌরসভার একটি ওয়ার্ডের সভাপতি এম. এ. কাইয়ূম ভূঁঞাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো; যা বিজ্ঞপ্তি প্রকাশের দিন (৬ জুলাই) থেকে কার্যকর বলে গণ্য হবে।
এ বিষয়ে ম. রহুল আমিন বলেন, কেন্দ্রের সিদ্ধান্তে এই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে জানানো হয়েছে।
আগামী ১৭ জুলাই দেবিদ্বার পৌরসভা নির্বাচন।
প্রতিষ্ঠার ২১ বছর পর এবারই প্রথম ভোট হচ্ছে এ পৌরসভায়। নির্বাচনে মেয়র পদে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে নৌকার প্রার্থী সাইফুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন দলটির দুই ‘বিদ্রোহী’। এদের মধ্যে মো. আবুল কাশেমের প্রতীক নারকেল গাছ এবং এম এ কাইয়ুম ভূঞার প্রতীক ক্যারাম বোর্ড।
অন্য পাঁচ স্বতন্ত্র প্রার্থী হলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মোল্লা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি ও স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশার, দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরোর সাংবাদিক মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা বিএনপির সদস্য মো. শরিফুল ইসলাম এবং ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আইনজীবী মো. সাইফুল ইসলাম সরকাল।
নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৬৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়বেন ১৮ জন প্রার্থী।