Published : 01 Aug 2024, 11:29 PM
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নাশকতার আশঙ্কায় কয়েকদিন বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হলেও তাতে যাত্রী ছিল তুলনামূলক কম।
বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। গাজীপুরে জয়দেবপুর জংশন দিয়ে এদিন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সাতটি ট্রেন অতিক্রম করেছে।
জয়দেবপুর জংশনের সহকারী স্টেশন মাস্টার মো. আবুল হোসেন সাংবাদিকদের বলেন, “অন্য সময় সপ্তাহের শেষদিনে প্রতিটি ট্রেনে যাত্রীরা বসতে জায়গা না পেয়ে দাঁড়িয়েও গন্তব্যে যাতায়াত করতেন। কিন্তু কদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর আজ সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হলেও প্রচারের অভাবে প্রতিটি ট্রেনে যাত্রীর সংখ্যা ছিল প্রায় অর্ধেক।”
স্টেশন মাস্টার বলেন, “এদিন জয়দেবপুর জংশন দিয়ে ঢাকা থেকে তুরাগ কমিউটার, চাঁপাই মেইল (ঢাকা কমিউটার), জামালপুর কমিউটার, দেওয়ানগঞ্জ এক্সপ্রেসসহ মোট সাতটি ট্রেন অতিক্রম করেছে।”
তবে সামগ্রিকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক হলে যাত্রীসংখ্যাও আবার আগের মতো হবে বলে আশা প্রকাশ করেন এই রেলওয়ে কর্মকর্তা।