Published : 15 Jun 2025, 03:44 PM
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১টার দিকে শিবচরের সূর্যনগরে এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুস সালাম।
নিহত মো. রফিকউদ্দিন মাতুব্বর (২৬) বরিশালের উজিরপুরের সিরাজউদ্দিন মাতুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের এসআই আব্দুস সালাম বলেন, রফিকউদ্দিন মাতুব্বর মোটরসাইকেলে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলেন। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর পৌঁছালে বেপরোয়া গতির একটি বাস তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে মোটরসাইকেলটি ছিটকে সড়কের রেলিং-এ ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান রফিকউদ্দিন।
হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ধাক্কা দেওয়া বাসটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।