Published : 22 Apr 2025, 01:24 PM
মাগুরা সদর উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সোমবার রাতে উপজেলার মীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মাগুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশু।
গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার জাহিদ শেখের ছেলে মৌশান শেখ (২৮), বাবু শেখের ছেলে শাওন শেখ (২৮) ও নয়ন শেখ (৩০) এবং আহম্মদ শেখের ছেলে তুষার শেখ (৪২)। তারা সদর উপজেলার মীরপাড়া এলাকার বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল মিশু বলেন, গোপন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে যৌথ বাহিনী। এ সময় মৌশান শেখের বাসা থেকে একটি ওয়ান শুটার গান, দুটি অনিনেশন, ১৫টি গুলি, একটি করে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও দুটি দা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে বলে জানান তিনি।
পরে অস্ত্রসহ গ্রেপ্তারদের মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।