Published : 15 Jun 2025, 07:47 PM
শেরপুর সদর উপজেলায় বাস চাপায় সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে অগ্নিসংযোগ করেছে।
শেরপুর-ঢাকা মহাসড়কে উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া বাঁশতলা এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান।
নিহত মজনু মিয়া (৫৫) ভাতশালা ইউনিয়নের হাওড়া গ্রামের সফর উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ফিল্ড আর্টিলারিতে সার্জেন্ট হিসেবে রংপুর সেনানিবাসে কর্মরত থাকাবস্থায় সে ২০২২ সালের ২১ অক্টোবর অবসর গ্রহণ করেন।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মো. আব্দুল কাদের বলেন, মজনু মিয়া মোটরসাইকেলে করে বিদ্যুতের বিল দিতে গিয়েছিলেন। ফেরার পথে ঢাকাগামী শাম্মী ডিলাক্স পরিবহনের বাসটি পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় উত্তেজিত ও বিক্ষুদ্ধ জনতা অগ্নিসংযোগ করলে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঢাকা-শেরপুর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।
নিহতের ভাতিজা শহিদুল ইসলাম বলেন, “আমার চাচার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। আমার চাচাকে মেরে ফেলা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।