Published : 25 Jun 2023, 05:36 PM
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের একটি পুকুরে মরদেহটি পাওয়া যায় বলে জানান তেতুঁলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী।
নিহত জমিলা খাতুন (৮০) ওই গ্রামের কসিম উদ্দীনের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে ওসি আবু সাঈদ বলেন, জমিলা খাতুন প্রায় ১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে ঘোরাঘুরি করতেন।
তিনি বলেন, রোববার সকালে পুকুরে তাকে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।