Published : 04 Apr 2025, 11:32 PM
নেত্রকোণার আটপাড়ায় স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় এক যুবককে গলাকেটে হত্যা চেষ্টার ঘটনায় করা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার দশভাগিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আটপাড়া থানার ওসি ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান।
গ্রেপ্তার শাহ আলম (৩৫) দশভাগিয়া গ্রামের আব্দুস ছাত্তার চৌধুরীর ছেলে।
আর আহত মোশাররফ হোসেন উপজেলার দশভাগিয়া গ্রামের মৃত কাশেম ফকিরের ছেলে।
আটপাড়া থানার ওসি আশরাফুজ্জামান বলেন, এলাকার এক নবম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করতেন শাহ আলম। মোশাররফ নামে আরেক যুবক এর প্রতিবাদ করেন। এতে তার ওপর ক্ষিপ্ত হন শাহ আলম। এ নিয়ে মোশারফকে হত্যার হুমকিও দেওয়া হয়। এরই জেরে সোমবার রাত ১০টার দিকে মোশারফ বাড়ি থেকে কয়েল কিনতে গ্রামের দোকানের উদ্দেশে রওনা দিলে পথে ওৎ পেতে থাকা শাহ আলম ছুরি দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যান।
ওসি বলেন, মোশাররফ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী
রীমা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার শাহ আলমের বিরুদ্ধে ‘হত্যা চেষ্টার’ অভিযোগে মামলা করেন।