Published : 26 Jun 2025, 06:22 PM
বরিশালের উজিরপুর উপজেলায় বেদে সম্প্রদায়ের লোকজনদের বহন করা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ আরও পাঁচজন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন।
নিহতরা হলেন- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া গ্রামের সবুজের স্ত্রী তুফানী (৩৫) এবং শরীয়তপুরের পালং থানার চরদংশা এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া (৩০)।
আহতরা হলেন- আনিরুল (২), আনিশা (৫), নাসিমা (৮), শারমিন (৩০) ও রাহিমা (৪৫)। তারা সবাই মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া এলাকার বাসিন্দা।
ওসি আমিনুর রহমান বলেন, মুন্সীগঞ্জ থেকে বেদে সম্প্রদায়ের শিশু ও নারীসহ ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে একটি ট্রাক পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি বাহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
এতে ট্রাকে থাকা সবাই কম-বেশি আহত হয়। এর মধ্যে গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, দুর্ঘটনার পর সেনাবাহিনী, উজিরপুর থানা ও গৌরনদী ফায়ার সার্ভিস সহায়তায় ট্রাকটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনার পর মহাসড়কের দুই দিকে বিপুল যানবাহন আটকে পড়ে।
ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।