Published : 22 Apr 2025, 03:48 PM
জামালপুরের ইসলামপুরে নিখোঁজ থাকা বৃদ্ধ কৃষকের মরদেহ ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে টিএনটি ভবনের সামনে পৌরসভার ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ।
নিহত ৬০ বছর বয়সী শমেজ প্রধান ইসলামপুর উপজেলার দেলিরপাড় গ্রামের মৃত তমেজ প্রধানের ছেলে।
তার স্বজনদের বরাতে ওসি জানান, সোমবার বিকালে কোমরে ও হাঁটুতে থেরাপি দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন শমেজ প্রধান। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পরে মঙ্গলবার সকালে টিএনটি ভবনের সামনে ড্রেনে পথচারীরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ওসি সাইফুল্লাহ আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।