Published : 23 May 2025, 04:51 PM
চাঁদপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুরান বাজার দুই নম্বর ওয়ার্ড পশ্চিম জাফরাবাদ গ্রামে ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
নিহতরা হলেন- ওই বাড়ির প্রয়াত আব্দুল ঢালীর ছেলে মো. মন্টু ঢালী (৭০) এবং একই এলাকার খান বাড়ির আমিন খানের ছেলে মো. আনোয়ার হোসেন খান (৫৫)।
মন্টু ঢালীর ছেলে আল আমিন বলেন, “ধারণা করা হচ্ছে, আর্থিংয়ের সমস্যা থেকে বসতঘর আগেই বিদ্যুতায়িত হয়েছিল। সকালে আনোয়ার খান আমাদের বাড়িতে নতুন আত্মীয়তার বিষয়ে কথা বলে এসেছিলেন।
“চলে যাওয়ার সময় তিনি ঘরের বেড়ার টিনে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে বাবাও বিদ্যুতায়িত হন। দুজনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
চাঁদপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মহসীন আলম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
ওসি বাহার মিয়া বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ নেই। এ ঘটনায় থানায় দুটি আলাদা অপমৃত্যুর মামলা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।