Published : 03 Jun 2025, 09:12 PM
মৃত্যুর ১০ মাস পর চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সুচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের লাশ কবর থেকে তোলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শাহরাস্তি উপজেলার শোরসাক মজুমদার বাড়ির কবরস্থান থেকে লাশটি তোলার সময় নির্বাহী হাকিম নিরুপম মজুমদার ও পুলিশ ছিলেন বলে জানান শাহরাস্তি থানার ওসি আবুল বাসার।
গত ৬ অগাস্ট বাড়ির পাশের ডোবা থেকে ইউপি চেয়ারম্যান ওই আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।
মোস্তফা কামালের মৃত্যুর ৬ মাস পর গত ৪ ফেব্রুয়ারি তার স্ত্রী ফাতেমা কামাল শাহরাস্তি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
বাদীর দাবি, দুষ্কৃতকারীরা দলবেঁধে বাড়িতে হামলা চালিয়ে তার স্বামীকে হত্যা করে লাশ ডোবাতে ফেলে দেয়।
নিহতের ভাই হুমায়ূন কবির মজুমদার বলেন, “আমার ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ আমরা জানতে চাই। তবে নিরাপরাধ কাউকে আমরা হয়রানি করতে চাই না।”
নির্বাহী হাকিম নিরুপম মজুমদার বলেন, “মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য আদালতের নির্দেশে সুচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের লাশ কবর থেকে তোলা হয়েছে।”
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার বলেন, “লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”