Published : 01 Sep 2024, 03:49 PM
জামালপুর সদর উপজেলায় ‘পূর্ব বিরোধের জেরে’ এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের মোল্লাপাড়া এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আহসান আলী সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সদস্য ছিলেন।
নিহতের ছোটভাই আকবর আলী বলেন, “আছান লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে তিনবার সদস্য নির্বাচিত হন। এ নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার পূর্ব বিরোধ চলছিল।
“শনিবার দুপুরে পরিষদ থেকে বাড়িতে ফেরার সময় রায়েরচর মোল্লাপাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজন আছানকে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।”
তবে প্রতিপক্ষের লোকজন কারা-সে বিষয়ে আকবর সঠিক কোনো তথ্য জানাননি।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান।